শত্রুর মূখ বন্ধ রাখার মন্ত


শত্রুর মুখ বন্ধ রাখার মন্ত।
মন্ত্র-ওঁ হ্রীং রক্ষ চামুন্ডে তুরু তুরু অমুকং যে
বশমানয় স্বাহা।
মেঘনাদস্য মূলস্ত মুখস্থং তারবেষ্টিতম্‌।
পরবাদী ভবেম্মুখোহথবা যাতিদিগন্তরম্ভ
শ্বেতগুঞ্জোন্থিতং মূলং মুখস্থং পরতুণ্ডজিৎ।।
প্রথমে উল্লিখিত মন্ত্র হাজার বার জপ করে সিদ্ধ
হতে হবে, তারপর পলাশ বৃক্ষের মূল ত্রিলৌহ বা তার
দ্বারা জড়িয়ে ধারণ করলে শত্রুমুখ স্তম্ভন হয়, অথবা-
শ্বেতগুঞ্জার মূল তুলে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে
মুখে ধারণ করলে শত্রুমুখে স্তম্ভন হয়।
পূষ্যার্কে মধুবন্দাকং গৃহীত্বা প্রক্ষিপেদ্বুধঃ।
সভামধ্যে চ সর্বেষাং মুখাস্তম্ভঃ প্রজায়তে।।
রবিবার পুষ্যানক্ষত্রে যষ্টিমধুর মুল তুলে উপরোক্ত ‘ওঁ
হ্রীং চামুন্ডে’ মন্ত্রে সাতবার অভিমন্ত্রিত করে
সভাস্থলে নিক্ষেপ করলে সভাস্থ সকলের মুখ স্তম্ভন
হয়।

কোন মন্তব্য নেই:

পুরাতন পোষ্ট গুলি দেখুন