..অনেক ভিজিটর জানতে ইচ্ছুক ত্রাটক কি? ত্রাটক কি ভাবে করে? কেনো করবে? ত্রাটক সাধনার সাথে ধর্মের কোন সংঘর্ষ রয়েছে কি না? ইত্যাদি নানা রকম বিষয়- বস্তুত আমরা ত্রাটক সাধনা উদ্ভাবনের পর হতে এ বিষয় আমাদের ওয়েবে বার বার বিস্তারিত লিখার চেষ্টা করেছি, এতে অনেকেই হয়তো উপকৃত হয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিছু দুর্নিতিবাজ দুষ্ট বাঙ্গালী সেই সকল তথ্য নিয়ে ত্রাটক প্রশিক্ষক ও ত্রাটক প্রশিক্ষণের গুরু সেজে বিভিন্ন ওয়েব সাইট, ব্লগ সাইট, ফেইসবুক সহ হাজারো অনলাইন স্যোসাল মিডিয়ায় লিখেই চলেছে, যার কিছু হয়তো ত্রাটকের সাথে সামযস্যপূর্ণ আবার কিছু নিছক’ই গাল গল্প বানোয়াট। আপনারা যারা সত্যিকার অর্থে ত্রাটক সাধনায় ইচ্ছুক বা ত্রাটক সর্ম্পকে জানতে ইচ্ছুক দয়া করে আপনার সঠিক তথ্য প্রদান করে আমাদের মোবাইল এ্যডমিনের নিকট নতুবা ওয়েবে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। একটি বিষয় সর্তক থাকুন- বিশ্বে ত্রাটক সাধনার সৃষ্টিকর্তা থার্ড আই রেডিয়েশন এবং একমাত্র পরিবেশক মন্ত্রগুরু এ্যসোসিয়েশন। এর বাইরে আর অন্য কোথাও এর গুরু প্রশিক্ষক প্রতিষ্ঠান নেই।। আপনাদের মনের আকাঙ্খা পূরনের জন্য ত্রাটক সর্ম্পকে সাধারন কয়েকটি কথা নিচে তুলে দেওয়া হলো-
১) ত্রাটক সাধনার সাথে যোগ ব্যায়াম বা মেডিটেশনের কোন প্রকার সর্ম্পক’ই নেই।
২) ত্রাটক সাধনার কিছু অংশে ধ্যান করার বিষয় রয়েছে সেটিও প্রচলীত ধ্যান সাধনার উর্দ্ধে। মনে রাখবেন এই ধ্যানের মাধ্যমেই মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) নবুয়ত প্রাপ্ত হয়েছেন। বুদ্ধ তার উদ্বিষ্ট লক্ষ্য খুজে পেয়েছেন, দেবাদি দেব মহাদেব সকল সময় ধ্যানেই মগ্ন রয়ে জগতের মঙ্গলে রত। এভাবে আমরা যদি ইতিহাস লক্ষ করি তবে সকল স্থানেই শক্তির শুরু হয় ধ্যানেই।
৩) ত্রাটক সাধনার সাথে কোন ভাবেই কোন ধর্মের সংঘর্ষ নেই। সংশ্লিষ্ঠতাও নেই।
৪) ত্রাটক সাধনা শুধু অনলাইনে নয় সরাসরি প্রাকটিক্যাল ক্লাস দ্বারা সম্পন্য হয়ে থাকে। প্র্যাকটিক্যেল ছাড়া ত্রাটক সম্ভব’ই নয়।
৫) ত্রাটক সাধনায় সফল বা বিফলতার কোন সুযোগ নেই। ত্রাটক সাধনা যত করবেন তত বেশি ফল পাবেন। যদি না করেন তবে সেদিন থেকে বা তার কিছু পর থেকে আপনার সুফল পাওয়া বিঘ্নিত হবে। এবং এর শুরু থেকেই সুফল পাওয়া শুরু হয়।
৬) ত্রাটক সাধনায় কোনরুপ মন্ত্র/তন্ত্র প্রয়োগ নেই।
৭) একজন গুরুর দ্বারা বা একজন শিশ্যর দ্বারা কোনদিন’ই ত্রাটক সাধনা আয়ত্ব করা বা প্রশিক্ষণ প্রদান করা সম্ভব নয়।
৮) আমরা ত্রাটক সাধনা প্রশিক্ষণ গ্রহন কারি কোন স্টুডেন্টকেই ত্রাটক প্রশিক্ষণের পার্মিশন বা সেই স্তর প্রদান করি না।
৯) ত্রাটক সাধনার হাদিয়ায় কখনো কোন প্রকার লেস বা কাষ্টমাইজ হয় না।
১০) ত্রাটক সাধনা দ্বারা আপনি আপনার মনের যে কোন খায়েস পূরন করতে পারবেন যতক্ষণ তা নিতি বিরুদ্ধ না হয়। অর্থাৎ আপনি সমাজের অমঙ্গলের জন্য তা ব্যবহার করতে পারবেন না।
১১) ত্রাটক সাধনা দ্বারা আপনি অন্যের সামনে শক্তি প্রদর্শন করতে পারবেন না, বা অন্যকে জানানোর জন্য ত্রাটকের ব্যবহার করতে পারবেন না।
১২) ত্রাটক সাধনার দ্বারা আপনার শারীরিক, মানুষিক, পারিবারিক, দ্বাম্পত্য, ভালোবাসা, চাকুরী, ব্যবসা, রাজনীতি, দুষ্টের দমন, অন্যের উপকার, অন্যায়কারীকে সাস্তি প্রদান ইত্যাদি সকল কাজই অনায়েসে সম্পন্য করতে পারবেন।
আশা করছি আপনার জিজ্ঞাসিত বিষয় আপনি বুঝতে পারছেন।
বাঙ্গালী কতটা অদ্ভুত ও আজব প্রানী তা আপনি বুঝতে পারবেন তাদের কিংভুত আচরনে, যেখানে তারা আমাদের কনটেন্ট কপি করে সমস্ত ওয়েব জগতে ত্রাটক বিষয় ছড়িয়ে দিয়েছে, সেখানে এখন আমাদের ত্রাটক বিষয়ক পোষ্টটিতে তারা এক যোগে রিপট মেরে ব্লক করে রেখেছে, আসলেই বাঙ্গালী জাতীর নোবেল পাওয়া উচিৎ ...রি বিষয়ের উপর যোগা যোগ .01978142102/
বাঙ্গালী কতটা অদ্ভুত ও আজব প্রানী তা আপনি বুঝতে পারবেন তাদের কিংভুত আচরনে, যেখানে তারা আমাদের কনটেন্ট কপি করে সমস্ত ওয়েব জগতে ত্রাটক বিষয় ছড়িয়ে দিয়েছে, সেখানে এখন আমাদের ত্রাটক বিষয়ক পোষ্টটিতে তারা এক যোগে রিপট মেরে ব্লক করে রেখেছে, আসলেই বাঙ্গালী জাতীর নোবেল পাওয়া উচিৎ ...রি বিষয়ের উপর যোগা যোগ .01978142102/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন