গ্রাহক ‌সেবা . ‌আজিজ ‌রহমান

সম্মানিত ভিজিটর...আমার কাছে আপনারা যে ধরনের সমস্যার সমাধান পাবেন.....যেমন যে সকল ভাই,বোন ও বন্দুরা সংসারে অশান্তি ভোগ করতেছেন বা ভিবিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন সেই সকলদের আহবান করছি আমার সাথে যোগাযোগ করুন।
আপনাকে নিচ্চিত সেবা দেওয়া হবে,,আমাদের কাজের ফলাফল ১০০%.
বশিকরন গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি?
পরকীয়া প্রেমে মুক্তি?
সংসারে অমিল?
যাদু-টোনা বান থেকে মুক্তি?
বিচ্ছেদ করণ ১০০% গ্যারান্টী দিয়ে কাজ করে করি?
সন্তান হচ্চে না?
মালিক কে বশীভুত করতে চান?
যে কোন দেশের লটারীর তদবির দেওয়া হয়?
শত্রু দমন করুন ১০০% গ্যারান্টী দিয়ে কাজ করে থাকি?
পাগল করতে চান ১০০% গ্যারান্টী দিয়ে কাজ করে থাকি?
দুরের মানুষকে কাছে আনা?
শত্রুকে অচিৎ শিক্ষা দিন?
 ভিসার তদবির দেওয়া হয়?
বিস্তারিত কাজের জন্যে সরাসরী যোগাযোগ করুন আপনারা যে কোন দেশ বা জেলা থেকে অনলাইনের মাধমে তদবীর করতে পারেন . কালো জাদু ও জ্বীন চালানের মাধমে তদবীর করা হয় . আর জানতে ইমু 01757786808

খুলে ‌ফেলুন ‌তৃতীয় .‌নেত

তৃতীয় নয়ন বা থাড আই কি
দেবী দুর্গার কপালের মধ্যিখানে জ্বলজ্বল
করেন তিনি। তিনি ত্রিনয়ন। এই ত্রিনয়নেই
নাকি লুকিয়ে থাকে দেবীর দিব্যদৃষ্টি! এ
তো গেল দেবীর কথা। কিন্তু, আমরা?
আমার-আপনার মতো আম আদমিরও কি
ত্রিনয়ন থাকে?। আসলে তৃতীয় চক্ষু বিষয়টা কী? সেটা আমাদের
আগে একটু বুঝে নিলে ভালো হয়। মিথোলজি
অনুযায়ী যা দেবীর ত্রিনয়ন, তা বাস্তবে আসলে
মনঃসংযোগের এক উচ্চতর পর্যায়। যার মাধ্যমে
সে গোটা বিশ্বকে অনুধাবন করতে পারে। সোজা
ভাষায় বলতে গেলে, তৃতীয় চক্ষু বা থার্ড আই
সাধারণ মানুষের চেতনার এক বিশেষ ক্ষমতা। যা
নিয়ন্ত্রণ করবে আপনার মন ও আবেগকে। নিয়মিত
কিছু অভ্যাসের মাধ্যমে আপনিও সেই ক্ষমতার
অধিকারী হতে পারেন।
কীভাবে আপনিও হতে পারেন ত্রিনয়নী?
১) ধ্যানের অভ্যাস করুন। কপালের ঠিক
মধ্যিখানে একটি নির্দিষ্ট কাল্পনিক বিন্দুতে
মনঃসংযোগ করার চেষ্টা করুন। সাতরকম চক্র
রয়েছে। এক-একটি চক্রের সঙ্গে শরীর, মন ও
আধ্যাত্মিকতার এক একরকম যোগ। এরকমই কোনও
একটি চক্রকে ভেবে মনঃসংযোগের চেষ্টা করুন।
২) ধ্যানের জায়গা নির্দিষ্ট করুন। সাধারণত
প্রকৃতির মাঝে খোলামেলা জায়গায় বসে ধ্যান
করলে ভালো হয়।
৩) ধ্যানে বসারও নির্দিষ্ট ভঙ্গি আছে।
মেঝেতে বজ্রাসনে বসুন। শিরদাঁড়া সোজা রাখুন।
হাত জড়ো করে কোলের উপর রাখুন। মাটিতে
বসতে যদি খুব অসুবিধা হয়, তাহলে ধীরে ধীরে
একটি নির্দিষ্ট ছন্দে হাঁটুন। সমস্ত চিন্তা থেকে
নিজেকে দূরে সরানোর চেষ্টা করুন।
৪) মনঃসংযোগের লক্ষ্যবস্তু হিসেবে সামনে
একটি জ্বলন্ত মোমবাতি রাখতে পারেন।
৫) নিজেই একটা মন্ত্র বানান। চোখ বন্ধ করে
বার বার আউড়ে চলুন সেটা। মনের বলুন শান্ত হতে।
মনের উপর নিয়ন্ত্রণ বাড়ান।তান্তিক গুরু আজিজ রহমান
তন্ত মন্ত কালো যাদু ও জ্বীন চালানের মাধমে তদবীর করা হয়
যে কোন কঠিন কাজ 3/5দিনে 100%গ্যারান্টিতে করা হয়
আপনারা যে কোন দেশ বা জেলা থেকে অনলাইনের মাধমে তদবীর করতে পারেন
ও যে কোন কালো যাদু বা সধনা প্রশিক্ষন পেতে পারেন
ইমু 01757786808/ 

মেডিটেশন ‌কি ‌বাবে ‌করবেন

মেডিটেশন” আমরা এই শব্দটার সাথে কমবেশি সবাই পরিচিত। অনেকেই হয়ত জানেন মেডিটেশন কি। আবার অনেকেই মেডিটেশন করেন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা হয়ত এখনো মেডিটেশনের সাথে পরিচিত হতে পারেনি। আজকের আর্টিকেলটা মূলত তাদের জন্যেই যারা এখনো জানেনা যে মেডিটেশন কি।
আসলে মেডিটেশন হল ধ্যান। আর ধ্যানের সম্পর্কে সর্বপ্রথম জানা যায় প্রাচীন ভারতবর্ষের বইয়ে। এটা বলা যেতে পারে যে ধ্যানের মূল উৎপত্তি ঘটে আসলে প্রাচীন ভারতবরর্ষে। প্রাচীন ভারতের অনেক বইয়েই ধ্যানের সম্পর্কে জানা যায়।
মেডিটেশন কি?
মেডিটেশন বা ধ্যান হল নিজের সাথে পরিচিত হওয়া। অনেকেই মেডিটেশন করতে গিয়ে একটা ভুল করে বসে। তারা মেডিটেশনকে অন্যান্য কাজের মত করে করতে যায়। কিন্তু মেডিটেশন কোনো করার মত বিষয় নয়। মেডিটেশনে কিচ্ছুই করতে হয়না। শুধু নিজের সাথে গভীরভাবে কানেক্ট হতে হয়।
শান্ত কোনো স্থানে রিলাক্স হয়ে বসে নিজের সাথে কানেক্ট করাকেই এক কথায় মেডিটেশন বলা যেতে পারে। আবার কেউ কেউ বলে মেডিটেশন যখন তখনই করা যায়। এর জন্য কোনো স্থান কালের বিচার না করলেও চলে। এমনকি কাজ করতে করতেও নাকি মেডিটেশন করা যায়। তবে আমি অবশ্য এর সাথে একমত নই।
মেডিটেশন করার মানে হল যেকোনো একটা জিনিসের প্রতি আপনার লক্ষ স্থির করা। একটা কিছুর উপর ফোকাস করা। মেডিটেশন এর সময় আপনাকে যেকোনো একটা কিছুর প্রতি ফোকাস করে মাইন্ডকে সম্পুর্ন রিলাক্স অর্থাৎ শান্ত করে দিতে হয়। মাইন্ডকে সম্পুর্ন শান্ত করাই হল মেডিটেশনের মুল লক্ষ। মেডিটেশন যে শুধুমাত্র আদ্ধাত্মিক একটা বিষয় সেটা নয়। যারা সৃস্টিকর্তায় বিশ্বাস করে না তারাও মেডিটেশন করতে পারে। এটা সম্পুর্ন এক সাইন্টিফিক প্রোসেস। আবার আপনি মেডিটেশনকে আদ্ধাত্মিক জগতের সাথেও মেলাতে পারেন। আদ্ধাত্মিক দিক থেকে দেখলে বলা যায় যে মেডিটেশনই হল এমন এক রাস্তা যেটা আপনাকে স্প্রিচুয়ালিটির দুনিয়ার সাথে যোগস্থাপন করায়।
মেডিটেশন করলে কি হয়?
মেডিটেশন করলে কি হয় এটা না বলে বরং এটা বলা যায় যে, মেডিটেশন করলে কি না হয়?
মেডিটেশন করলে যে কি কি হতে পারে এটা যদি সবাই জানত তাহলে সবাই দিনে একবার করে হলেও মেডিটেশন করত।
দিনের পাচ মিনিটের মেডিটেশন আপনার রাত্রের দুই ঘন্টার ঘুমকে পর্যন্ত কভার করতে পারে। আজ পর্যন্ত মেডিটেশনের উপরে প্রচুর রিসার্চ করা হয়েছে। ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে মেডিটেশন আজ গোটা বিশ্বে জনপ্রিয়তা পাচ্ছে। আজকে সবাই জানতে পারছে মেডিটেশনের ফলে কি কি হতে পারে। আর তাই পাশ্চাত্যের দেশগুলতে মেডিটেশন করার প্রবণতা প্রবল ভাবে বৃদ্ধি পাচ্ছে।
আজকের পোস্টে আপনাদের একটু বেসিক ধারনা দেয়ার চেস্টা করলাম যে মেডিটেশন কি এবং মেডিটেশন করলে কি হতে পারে। এর পরের পোস্টে আপনাদের সাথে শেয়ার করব মেডিটেশন কিভাবে করবেন। আশাকরি সাথেই থাকবেন।
ধন্যবাদ।

পুরাতন পোষ্ট গুলি দেখুন