রতি সুন্দরী সাধনার .তান্তিক প্রোয়োগ..
পদ্ধতিঃ-
দেবীর ধ্যান অনুসারে ভোজপত্রে গোচনা ও কুমকুম দ্বারা মূর্ত্তি অঙ্কন করিবেন। অতঃপর নানাবিধ সুগন্ধি পুষ্প, চন্দন ও জাতী পুষ্প দ্বারা পূর্বোক্ত যোগিনী সাধনের ন্যায় দেবীর ষোড়ষোপচারে পূজা করিয়া, নিম্নলিখিত মন্ত্র একমাস প্রত্যহ জপ করিবেন।
“হ্রীং” মন্ত্রে প্রানায়াম ও করন্যাস করিবেন এবং “ওঁ হ্রীং রতিসুন্দর্য্যৈ নমঃ” মন্ত্রে উপচার নিবেদন করিবেন।
জব মন্ত্রঃ-
"ওঁ হ্রীং আগাচ্ছ রতি সুন্দরী স্বাহা।"
উক্ত মন্ত্রটি প্রত্যহ আট হাজার বার জপ করিয়া, মাসান্তে পুনরায় দেবীর পূজা পূর্বক দৃঢ়চিত্তে যতক্ষণ দেবী দর্শন না দেন ততক্ষণ উক্ত মন্ত্র জপ করিবেন। ইহাতে দেবী সন্তুষ্ট হইয়া অর্ধরাত্রে সাধককে দর্শন দেন। তখন সাধক দেবীকে জাতিপুষ্পের মালা দিয়া ষোঢ়শো পচারে ধ্যান পূর্বক পূজা করিবেন।
ধ্যানঃ-
“ওঁ সুবর্ণ বণাং গৌরাঙ্গীং সর্বালঙ্কার ভূষিতাম্।
নূপুরাঙ্গদ হারাঢ্যাং রম্যাঞ্চ পুঙ্করেক্ষণাম।।
এই রুপে ধ্যানান্তে দেবীর পূজা করিলে, দেবী প্রসন্নাহুইয়া সাধকের নিকট প্রত্যহ রাত্রি যাপন করেন এবং নানা ঐশ্বর্য্য দান করেন।
💢যেকোনো প্রশ্ন ও পরামর্শে যোগাযোগ
তান্তিক গুরু আজিজ রহমান .ফোন 01757786808
পদ্ধতিঃ-
দেবীর ধ্যান অনুসারে ভোজপত্রে গোচনা ও কুমকুম দ্বারা মূর্ত্তি অঙ্কন করিবেন। অতঃপর নানাবিধ সুগন্ধি পুষ্প, চন্দন ও জাতী পুষ্প দ্বারা পূর্বোক্ত যোগিনী সাধনের ন্যায় দেবীর ষোড়ষোপচারে পূজা করিয়া, নিম্নলিখিত মন্ত্র একমাস প্রত্যহ জপ করিবেন।
“হ্রীং” মন্ত্রে প্রানায়াম ও করন্যাস করিবেন এবং “ওঁ হ্রীং রতিসুন্দর্য্যৈ নমঃ” মন্ত্রে উপচার নিবেদন করিবেন।
জব মন্ত্রঃ-
"ওঁ হ্রীং আগাচ্ছ রতি সুন্দরী স্বাহা।"
উক্ত মন্ত্রটি প্রত্যহ আট হাজার বার জপ করিয়া, মাসান্তে পুনরায় দেবীর পূজা পূর্বক দৃঢ়চিত্তে যতক্ষণ দেবী দর্শন না দেন ততক্ষণ উক্ত মন্ত্র জপ করিবেন। ইহাতে দেবী সন্তুষ্ট হইয়া অর্ধরাত্রে সাধককে দর্শন দেন। তখন সাধক দেবীকে জাতিপুষ্পের মালা দিয়া ষোঢ়শো পচারে ধ্যান পূর্বক পূজা করিবেন।
ধ্যানঃ-
“ওঁ সুবর্ণ বণাং গৌরাঙ্গীং সর্বালঙ্কার ভূষিতাম্।
নূপুরাঙ্গদ হারাঢ্যাং রম্যাঞ্চ পুঙ্করেক্ষণাম।।
এই রুপে ধ্যানান্তে দেবীর পূজা করিলে, দেবী প্রসন্নাহুইয়া সাধকের নিকট প্রত্যহ রাত্রি যাপন করেন এবং নানা ঐশ্বর্য্য দান করেন।
💢যেকোনো প্রশ্ন ও পরামর্শে যোগাযোগ
তান্তিক গুরু আজিজ রহমান .ফোন 01757786808
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন